ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড আদালত থেকে আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর মোহনপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আকবর আলী শেখ এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আবদুর রহমান (৫০)। তার বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার তসোপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় আসামি আবদুর রহমান আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে পুলিশ হেফাজতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

এর আগে ২০১৪ সালের ১৯ অক্টোবর সকালে বাড়ির পাশের পুকুর থেকে আবদুর রহমানের স্ত্রী রাশেদা বিবির (৪৫) মরদেহ উদ্ধার করে মোহনপুর থানা পুলিশ। এ ঘটনায় রাশেদা বিবির ভাই মনসুর রহমান থানায় হত্যা মামলা দায়ের করেন।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মকবুল হোসেন খান জানান, বিচার চলাকালে আদালতে প্রমাণিত হয়েছে যে ২০১৪ সালের ১৮ অক্টোবর দিনগত রাতে আসামি আবদুল রহমান পারিবারিক কলহের জেরে তার স্ত্রী রাশেদা বিবিকে মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয়। এরপর তার মরদেহ পুকুরে ফেলে দেন। তাই তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সোমবার আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০

এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।