ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নবীগঞ্জে টেঁটা যুদ্ধে বৃদ্ধ হত্যা: ৭৭ আসামির জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
নবীগঞ্জে টেঁটা যুদ্ধে বৃদ্ধ হত্যা: ৭৭ আসামির জামিন হাইকোর্ট, ফাইল ফটো

ঢাকা: সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হবিগঞ্জের নবীগঞ্জে ৯৫ বছরের এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় ৭৭ জনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।  

মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. আলী জিন্নাহ ও আব্দুস সাত্তার পালোয়ান।  

আইনজীবী আব্দুস সাত্তার জানান, হবিগঞ্জের নবীগঞ্জের সরকারি জলাশয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের টেঁটা যুদ্ধ ও সংঘর্ষে জহির আলী নামে এক ব্যক্তি নিহত হন এবং দু’পক্ষের আরও অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।  

এ ঘটনায় গত ১৭ জুলাই নবীগঞ্জ থানায় নিহত জহির আলীর ছেলে আরছ আলী ৯২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় ৭৭ জনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২০
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।