ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
সাবেক প্রতিমন্ত্রী মোশাররফের মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেন

ঢাকা: গ্যাটকো দুর্নীতি মামলায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশকে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার, জিয়া উদ্দিন জিয়া এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যুর বিষয়টি আদালতকে অবহিত করেন। এরপর আদালত মৃত্যু প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য জানান।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ অক্টোবর রাত সাড়ে ৮টায় মারা যান এ কে এম মোশাররফ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

এ কে এম মোশাররফ হোসেন বাংলাদেশ সরকারের সচিব ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর ১৯৯৬ সালে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। ১৯৯৬ সালে ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালেও তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর চারদলীয় জোট সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।

এদিকে আগামী ২২ ডিসেম্বর গ্যাটকো মামলার অভিযোগ গঠন শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।

২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপপরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠনে চার্জশিট দাখিল করেন। বর্তমানে এ মামলায় আসামির সংখ্যা ১৭ জন। সাত আসামি মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
কেআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।