ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রানা প্লাজার রানার জামিন স্থগিত, বাতিল প্রশ্নে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
রানা প্লাজার রানার জামিন স্থগিত, বাতিল প্রশ্নে রুল হাইকোর্ট, ফাইল ফটো

ঢাকা: জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় সাভারের রানা প্লাজার মালিক সোহেল রানাকে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।

দুদকের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। সোহেল রানার পক্ষে ছিলেন আইনজীবী মো. আলমগীর হোসেন।

খুরশীদ আলম খান জানান, করোনাকালীন ১৭ মে তাকে বিশেষ জজ আদালত জামিন দেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ৮ জুন নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত করেন। এ আদেশ অনুসারে আদালত জামিন বাতিল প্রশ্নে রুল জারি করেছেন। একইসঙ্গে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন।

আমিন উদ্দিন মানিক জানান, সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাভার মডেল থানার মামলা করেন দুদকের উপপরিচালক মুহা. মাহবুবুল আলম।

এ মামলায় ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৭৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের বিষয় উল্লেখ করা হয়েছে বলে জানান আমিন উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ইএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।