ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবীর কাছে টাকা দাবি: অ্যাটর্নি অফিসের সহকারী বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
আইনজীবীর কাছে টাকা দাবি: অ্যাটর্নি অফিসের সহকারী বরখাস্ত

ঢাকা: দশ হাজার টাকা দিলে মামলার নথি যথাযথ স্থানে উপস্থাপন থেকে বিরত থাকবেন-আইনজীবীর কাছে এমন দাবির পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক সহকারী বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) এ বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন লিখিত আদেশ জারি করেন।

জানা যায়, মো. মহাসীন আলী অফিস সহায়ক হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিসে কর্মরত অবস্থায় আইনজীবী মো. খুরশীদ আলমকে মোবাইল ফোন করে বলেন- তার মামলা ৩০ নভেম্বর মহামান্য আপিলেট ডিভিশনে স্থগিত করার জন্য প্রস্তুতি চলছে। তাকে ১০ হাজার টাকা দিলে সে নোট (আপিল বিভাগে আবেদনের জন্য অবহিতকরণ পত্র) কমিউনিকেট করবে না।  

আইনজীবী খুরশীদ আলম তার অনৈতিক প্রস্তাবে সাড়া না দিয়ে মোবাইলের কথা বার্তার অডিও রেকর্ডসহ অ্যাটর্নি জেনারেল বরাবরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আবেদন করেন। সুনির্দিষ্ট প্রমাণসহ লিখিত অভিযোগ করায় অ্যাটর্নি জেনারেলের আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদেশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।