ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নওগাঁয় বিচার বিভাগীয় সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
নওগাঁয় বিচার বিভাগীয় সম্মেলন

নওগাঁ: নওগাঁয় ত্রৈমাসিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।

সম্মেলনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তারিক মোর্শেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, গাজী দেলোয়ার হোসেন, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বক্তব্য দেন।

বক্তারা দেওয়ানী, ফৌজদারী মামলার তদন্ত ও বিচার কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে কিভাবে দ্রুত নিষ্পত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে আলোচনা করেন।  

এছাড়াও নওগাঁর সিভিল সার্জন, বিজিবি প্রতিনিধি, জিপি, পিপি, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধিসহ সব বিচারকরা ও দেওয়ানী এবং ফৌজদারি মামলার সঙ্গে সম্পৃক্ত জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।