ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ফেনীতে বাবলু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
ফেনীতে বাবলু হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

ফেনী: ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের ফকিরহাটে আমজাদ হোসেন বাবলু হত্যা মামলা একমাত্র আসামি মো. আবু ইউসুফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস করাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৬ডিসেম্বর) ফেনী জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেসা এ রায় ঘোষণা করেন।

গত ১ ডিসেম্বর মঙ্গলবার যুক্তিতর্ক শেষে বিচারক রায় ঘোষণার দিন ধার্য করেন। আসামি মো. আবু ইউসুফ কারাগারে রয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী জাহিদ হোসেন খসরু রায়ের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

মামলার বাদী আমির হোসেন রিপন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট হতে পারিনি। আমি আশা করেছিলাম আদালত ফাঁসি দেবেন। রায়ের কপি হাতে পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করার বিষয়ে চিন্তা করবো।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহম্মদ জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে আদালতে তথ্যপ্রমাণ উপস্থাপন করতে সমর্থ হয়েছে।

এর আগে ২৯ নভেম্বর বোরবার আদালত ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামি মো. ইউসুফকে স্বাস্থ্য পরীক্ষা করেন।

এ মামলায় বাদী আমির হোসেন রিপন, রফিকুল ইসলাম সাহেদ, খোরশেদ আলম সুজন, ইকবাল হোসেন, একরামুল হক বাবুল, সামছুদ্দীন, মোমিনুল ইসলাম, তদন্ত কর্মকর্তা এসআই গোলাম কিবরিয়া, এসআই সাজিদ কামাল, ডা. প্রদীপ কুমার, বিচারক আলমগীর মোহাম্মদ ফারুকী, পুলিশ কনস্টেবল জসিম উদ্দিনসহ ১৩ জন সাক্ষ্য দেন।

মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০১৪ সালের ১৩ নভেম্বর বালিগাঁওয়ের ফকিরহাট বাজারে বাবলুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।  

এরপর তার বড় ভাই আমির হোসেন রিপন বাদী হয়ে কাতালিয়া গ্রামের মৃত সুলতান আহাম্মদের ছেলে মো. ইউনুছকে আসামি করে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারের পর ইউসুফ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মামলাটি তদন্ত করে পরের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগ গঠন হয়।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।