ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

ঠোঁট কালো হয়ে যাওয়া যেসব রোগের লক্ষণ

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, নভেম্বর ২১, ২০২৩
ঠোঁট কালো হয়ে যাওয়া যেসব রোগের লক্ষণ

চোখ দেখে মনের কথা বোঝা যায় আর ঠোঁট দেখে পাওয়া যায় শরীরের জটিল রোগের আগাম সংকেত। বিশেষজ্ঞরা বলেন, ঠোঁটের রং দেখে আমাদের শরীরের ভেতরে ধীরে ধীরে বাড়তে থাকা নানা সমস্যার লক্ষণগুলো বোঝা যায়।

কোন রঙের ঠোঁট কোন শারীরিক সমস্যার লক্ষণ জেনে নিন

ঠোঁট গাঢ় লাল বা কালচে হলে হজমের সমস্যা হয় ।
শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি বোঝা যায় ঠোঁটের কালো ছোপ দেখে।  
রক্তাল্পতার লক্ষণ হতে পারে সাদা বা ফ্যাকাশে ঠোঁট।
ঠোঁটের রং যদি হালকা বেগুনি রঙের হয়, সেক্ষেত্রে বুঝতে হবে হার্টে বা ফুসফুসের সমস্যার রয়েছে।  
লিভারের সমস্যা থাকলে শরীর মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে ঠোঁটের রং গাঢ় লাল হয়ে যেতে পারে।
গোলাপি রঙের ঠোঁট? চিন্তার কিছুই নেই, এটি সুস্থতার প্রতিক।  


ঠোঁটের রং লক্ষ্য জেনে রাখুন ও প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।