ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রেগন্যান্সির পর পেটের মেদ কমানোর উপায়

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
প্রেগন্যান্সির পর পেটের মেদ কমানোর উপায়

প্রেগন্যান্সির পর নারীকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষত পেটের মেদ কমানোর একটি বড় সমস্যা।

শরীরে বাড়তি ওজনের বিষয়ে নারীরা সবসময় সচেতন। কিন্তু চাইলেও প্রেগন্যান্সির পর সবাই জিমে যাওয়ার সুযোগ হয় না। এক্ষেত্রে মেদ কমানোর কয়েকটি উপায় দেওয়া হলো:

হাঁটা

প্রথমে দুই পা সমানভাবে রাখতে হবে। এবার কোমড়ে দুই হাত রাখতে হবে। তারপর সামনের দিকে একটি পা এগিয়ে দাঁড়াতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে সামনে এবং পেছনে হাঁটু যেন ৯০ ডিগ্রিতে থাকে। তারপর পেছনের পা হিল করে সামনের দিকে চাপ দিতে হবে। একবার এই স্টেপ শেষ হওয়ার পর ফেরত এসে সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান পায়ে এই ব্যায়ামের পর অন্য পায়ে মনোযোগ দিন। এভাবে ১০-২০ রেপস করতে হবে। একদম প্রাথমিক ব্যায়ামের মধ্যে কেগেল আরেকটি ব্যায়াম। এই ব্যায়াম পেলভিক মাসেল কমাতে সাহায্য করে। ব্যায়াম করতে প্রথমে একটি চেয়ারে সোজা হয়ে বসতে হবে। এরপর চেয়ার থেকে উঠে আধা বসা অবস্থার মতো দাঁড়াতে হবে। কয়েক সেকেন্ড একইভাবে থাকুন। এভাবে ১০-২০ রেপস করতে হবে।

প্লাঙ্ক

যারা নিয়মিত ব্যায়াম করেন তারা এই ব্যায়াম সম্পর্কে জানেন। এই ব্যায়ামকে স্ট্যাটিক ব্যায়ামও বলা হয়। সচরাচর এই ধরনের ব্যায়ামে শরীরকে একটি নির্দিষ্ট ভঙ্গিমায় ধরে রাখা হয়। সাইড প্লাঙ্ক কিংবা প্লাঙ্কের মাধ্যমে ঘাড় ও পিঠের মেদ কমানো যায়। এই ব্যায়াম করতে ইয়োগা ম্যাটে প্লাঙ্ক পজিশনে শুয়ে থাকুন। পুরো শরীর এক লাইনে সোজা করে রাখুন অন্তত ৬০ সেকেন্ড। একবার প্লাঙ্ক করে হাঁটুকে বিশ্রাম দিতে মেঝেতে ৩০ সেকেন্ড রাখুন। তারপর আবার প্লাঙ্ক করুন। এভাবে ৪-৫ বার করতে হবে।

বেলি ব্রিদিং

প্রথমে সোজা হয়ে ইয়োগা ম্যাটের ওপর শুয়ে পড়ুন। হাঁটু ভাঁজ করে পেটের কাছে নিয়ে আসুন ধীরে ধীরে। এবার শ্বাস বন্ধ করুন। শ্বাস বন্ধ থাকা অবস্থায় আঙ্গুল দিয়ে নাভির মাঝ দিয়ে পেটে চাপ দিতে হবে। এবার আস্তে আস্তে নিশ্বাস নিন এবং ছাড়তে থাকুন। এই ব্যায়াম করার সময় শ্বাস ৫ সেকেন্ড আটকে রাখুন। কয়েকবার এমনভাবে করুন। প্রতিদিন অন্তত ৩০ সেকেন্ড এই ব্যায়াম করতে হবে। এই ব্যায়াম করলে পেট প্রসারণ এবং সংকোচনের মাধ্যমে আপনার পেটে চাপ ফেলবে এবং পেটের মেদ কমবে।

সন্তান জন্মদানের পর যেকোনো ডায়েট করার আগে একজন অভিজ্ঞ ডায়াটিশিয়ানের পরামর্শ নিন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।