ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

প্রয়োজন নেই তারপরও কেনাকাটা করা হয়! 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
প্রয়োজন নেই তারপরও কেনাকাটা করা হয়! 

চাহিদা আর প্রয়োজনের মধ্যে সমন্বয় করতে আমরা অনেক সময়ই পারি না। যেমন অনেকেই আছেন প্রয়োজন নেই তারপরও সেই জিনিস কেনেন।

পরে দেখা যায় টাকাগুলোই নষ্ট হয়, ব্যবহারে আর আসে না।  

অনলাইনে কোনো কিছুর ছবি দেখলেই কিনতে ইচ্ছা করে বা শপিং এর গিয়ে ছাড় দেখলে জেনে নিন কীভাবে সামলাবেন নিজেকে

•    মাসের শুরুতে বাজেট করে নিন

•    কেনাকাটা করার আগে আপনার যা যা প্রয়োজন তার তালিকা করে নিন  

•    কার্ডে বিল দিলে সেভাবে মনেই হয় না, অনেক টাকা যে খরচ হয়ে যাচ্ছে 

•    নগদ টাকা দিয়ে কিছু কিনলে অনেক সময় মনে হয়, ইশ কত টাকা খরচ হচ্ছে... 

•    ছাড়ের লোভনীয় অফারের ফাঁদে পা দেবেন না একেবারেই 

•    ছাড়ের পণ্যের মান অনেক সময়ই ভালো হয় না 

•    আবার সাইজ না মিললেও বদলে নেওয়ার সুযোগ থাকে না 

•    এমনিতে হয়ত একটি জিনিস কিনতেন, ছাড় দেখে তিনটি কিনে ফেললেন, তাহলে এবার হিসাব করুন বাড়তি কত টাকা খরচ হচ্ছে।  

•    বিজ্ঞাপন দেখলেই এড়িয়ে যান।

আর সপ্তাহে অন্তত একবার ক্রেডিট কার্ড ও ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মে ১৬, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।