ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বর্ষায় পোশাক

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
বর্ষায় পোশাক ফাইল ফটো

বর্ষা মৌসুমে শুরু হয়েছে বৃষ্টি। বর্ষা মানেই যেকোনো সময় আকাশ কালো করে বৃষ্টি নামা।

এই বৃষ্টিতে বাইরে যেতে মন চায় না, কিন্তু বৃষ্টিতে ঘরে বসে থাকার উপায় নেই বাইরে বের হতেই হয়। বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বর হতে পারে। আর নষ্ট হতে পারে আমাদের প্রিয় পোশাকটিও। এসময় তাই পোশাক পরিকল্পনা করা চাই বুঝেশুনে। বাইরে যাওয়ার পোশাক নির্বাচনে তাই, এখন চাই বাড়তি সতর্কতা:

 * বাইরে যাওয়ার সময় জর্জেট, সিল্ক জাতীয় সিনথেটিক কাপড়ের পোশাক পরুন। এই পোশাকগুলো পরে বৃষ্টির সময় আপনি স্বচ্ছন্দে চলতে পারবেন।

 * বৃষ্টির দিনে নীল, কমলা বা যেকোনো উজ্জ্বল রঙের পোশাক পরুন।

  * এ সময় খুব ফিটিং ড্রেস না পরে খানিকটা ঢিলেঢালা পোশাক বেছে নিন। এতে বৃষ্টিতে ভেজার পর পেশাকটি তাড়াতাড়ি শুকিয়ে যাবে।

   * বৃষ্টিতে ভিজলে সুতি কাপড়ের পোশাক শুকাতে দেরি হয়। এই কারণে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে।

   *  সুতি পোশাক ভিজে গুমোট গন্ধ কিংবা দাগ হয়ে পোশাকটি নষ্ট হতে পারে।

   *  সুতি পোশাকের মতোই ভারী বুননের কাপড়ের পোশাক এড়িয়ে চলতে হবে।

  * পোশাক কাদা পানিতে ভিজে গেলে কিংবা দাগ বসে যাওয়ার আশঙ্কা থাকলে তা ধুয়ে দিন।

   * বাইরে থেকে ভিজে এলে, বাড়ি ফিরে কাপড় ভালোভাবে শুকাতে হবে।

   *  সাদা বা হালকা যেকোনো রঙের কাপড় ভিজে গেলেই পানিতে ধুয়ে নিতে হবে যেন তাতে দাগ বা তিলা না পড়ে।

বর্ষায় বাইরে যাওয়ার সময় পোশাক নির্বাচনে ওপরের বিষয়গুলো মাথায় রাখুন। হঠাৎ বৃষ্টি, আপনাকে ভিজিয়ে দিলেও অস্বস্তিতে পড়তে হবে না।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।