শীত মৌসুম এলেই কানে ব্যথায় কাবু হয়ে পড়েন অনেকেই। কোনোভাবেই ব্যথার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় না।
কানে ব্যথা সারাতে ভাল কাজ করে অলিভ অয়েল। কানে ব্যথা করলে তিন থেকে চার ফোঁটা অলিভ ঢেলে দিন। অথবা অলিভ অয়েলে তুলায় ভিজিয়ে কানের ফুটোয় চেপে রাখুন। এতে ব্যথা অনেকটা কমে। তাছাড়া অলিভ অয়েল অত্যন্ত উপকারী।
যেকোনো ব্যথা বেদনা উপশমে ভালো কাজ করে রসুন। দুই টেবিল চামচ তিলের তেলের মধ্যে এক চা চামচ থেঁতো করা রসুন দিয়ে ফুটিয়ে নিন। এই তেল ঠান্ডা করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন। ব্যথা কমে যাবে।
পেঁয়াজ রস গরম করে দুই থেকে তিন ফোঁটা কানে ঢালুন। অথবা পেঁয়াজ থেঁতো করে পাতলা কাপড়ে জড়িয়ে কানে চেপে ধরে থাকুন। তাতে ব্যথা কমবে। স্বস্তি মিলবে দ্রুত।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এএটি