ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রেজর বা ওয়্যাক্স নয়, ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে কফি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
রেজর বা ওয়্যাক্স নয়, ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবে কফি

ত্বকের কিছু লোম আমাদের সৌন্দর্য কমিয়ে দেয়। যে কারণে সুন্দর মুখও হয়ে ওঠে অসুন্দর।

 

লোম তোলার সহজ উপায় হল ফেসিয়াল রেজরের ব্যবহার বা ওয়্যাক্স করা। পার্লারে গেলে ভ্রু তোলার কায়দায় সুতো দিয়েও মুখের অবাঞ্ছিত লোম তোলা হয়। কিন্তু এই পদ্ধতি বেশ যন্ত্রণাদায়ক। কেউ কেউ মুখে রেজর ব্যবহার করতে ভয় পান। সব সময় পার্লারে যাওয়ারও সময় হয় না। তা হলে উপায়?

ত্বকের এসব অবাঞ্ছিত লোম নিয়ে আর অস্বস্তিতে থাকতে হবে না।  

আসুন জেনে নেই খুব সহজে কফির সঙ্গে মাত্র কয়েকটি উপাদানে তৈরি প্যাকের মাধ্যমে কীভাবে ত্বকের অবাঞ্ছিত লোম দূর করবেন।  

মুখের লোমের হাত থেকে রক্ষা পেতে কফির স্ক্রাব সব চাইতে বেশি কার্যকরী উপায়। ক্যাফেইন ত্বকের গভীরে ঢুকে লোমের বৃদ্ধি কমাতে সাহায্য করে। এছাড়া প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এটি, যা মৃত কোষ দূর করে ত্বক হয় পরিষ্কার, উজ্জ্বল ও কোমল।  

একটি বাটিতে প্রথমে ২ টেবিল চামচ কফি ও ১ টেবিল চামচ চিনি মিশিয়ে নিন। এতে ১ টেবিল চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে ভালো করে মেশান। কফি ও চিনি পুরো গলবে না। মিশ্রণটি মুখে লাগিয়ে ম্যাসাজ করুন ঘুরিয়ে ঘুরিয়ে। ৫ মিনিট ম্যাসাজ করে ১৫ মিনিট রেখে দিন। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করুন।  

এক চামচ কফি পাউডারের সঙ্গে সামান্য পানি, অর্ধেক চামচ ব্রাউন সুগার ও এক চামচ নারিকেল তেল মেশান। মিশ্রণটি ভালৈা করে গুলে নিন। এবার এটি আলতো হাতে মালিশ করুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ত্বকের জন্য অলিভ অয়েল ভীষণই উপকারি। এক চামক কফি ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিয়ে ত্বকে লাগান। সপ্তাহে একদিন এটি ব্যবহার করুন।  

কফির স্কাব ও প্যাক নিয়মিত ব্যবহারে ভালো ফল পাবেন।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫ 
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।