ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

লাইফস্টাইল

রিজেন্সিতে আম উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, জুন ১৮, ২০২৫
রিজেন্সিতে  আম উৎসব

ঢাকা: গ্রীষ্ম মানেই আমের মৌসুম। আর সেই আমপ্রেমীদের জন্য বিশেষ আয়োজন করেছে রাজধানীর পাঁচতারকা হোটেল ঢাকা রিজেন্সি।

‘মিট দ্য ম্যাঙ্গুন্স’ শিরোনামে চলছে আমের ফুড ফেস্টিভ্যাল। হোটেলটির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে চলমান এ উৎসবে স্টার্টার থেকে মেইন কোর্স পর্যন্ত প্রতিটি পদেই থাকছে আমের নানান রকম ব্যবহার।

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, এক্সপার্ট শেফদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে সব খাবার। অতিথিরা জনপ্রতি পাঁচ হাজার ৫৫৫ টাকা দিয়ে এই বিশেষ বুফে উপভোগ করতে পারবেন।

তবে নির্দিষ্ট ব্যাংকের কার্ডধারীরা, হোটেলের ফ্যান গ্রুপ ও রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যরা পাচ্ছেন ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার।

শুধু মূল রেস্তোরাঁতেই নয়, হোটেলের গ্রিল অন দ্য স্কাইলাইন, কম্ফি লাউঞ্জ এবং বাবল ফ্লেভার লাউঞ্জে থাকছে আম দিয়ে তৈরি নানা ধরনের ঠান্ডা পানীয় ও ডেজার্ট।

তালিকায় রয়েছে ঠান্ডা ম্যাঙ্গো স্মুদি, ঝাঁঝালো ম্যাঙ্গো মকটেল, ম্যাঙ্গো চিজকেকসহ আরও অনেক কিছু। বিশেষ করে কম্ফি লাউঞ্জে যেকোনো ডেজার্টে মিলবে ২০ শতাংশ ছাড়।

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।