ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

উত্তরা ফ্যাশন ফিয়েস্তা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১৩
উত্তরা ফ্যাশন ফিয়েস্তা

সারা দিনের বৃষ্টি রাস্তার জলাবদ্ধতা সব কিছু তুচ্ছ করে হাজারো ফ্যাশন প্রেমী ছুটছেন উত্তরার মারজান কমিউনিটি সেন্টারে।

দেশের এবং দেশের বাইরের নামী-দামি সব ভালো ব্র্যান্ডের পোশাক আর জুয়েলারির সম্ভার নিয়ে এখানে চলছে দুইদিন ব্যাপী উত্তরা ফ্যাশন ফিয়েস্তা।

নামকরা ডিজাইনারদের পোশাকের সঙ্গে দেশের নতুন প্রতিভাবান ডিজাইনারদের পোশাকও এই উৎসবে সমানভাবে জায়গা পেয়েছে।

উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে তারুণ্য নির্ভর আধুনিক ফ্যাশনেবল পোশাকগুলো তুলনামূলক অনেক কম মূল্যে পাওয়া যাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল পরিমাণ দর্শক-ক্রেতার সাড়া পাওয়ায়, আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আয়োজনে আরো অনুপ্রাণিত হয়েছেন।

ফ্যাশন ফিয়েস্তার অন্যতম উদ্যোক্তা রাফেল আলম বাংলানিউজকে জানান, এখানে বেচাকেনা ছিল আশানুরূপ এবং স্বতস্ফুর্ত। কারণ এখানকার প্রতিটি পোশাকের মূল্য ছিলো সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে। আয়োজনটি সার্বিকভাবে সফল ও সুন্দর করার জন্য, অংশগ্রহনকারী ডিজাইনারদের ফ্যাশন ফিয়েস্তায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাফেল।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।