ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

নগরদোলায় বর্ষার আয়োজন

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:০৩, জুন ২, ২০১৩
নগরদোলায় বর্ষার আয়োজন

বর্ষা প্রকৃতির এক অন্য রূপ। যেখানে প্রকৃতি তার পুরো সৌন্দর্য মেলে ধরে।

আর রিমঝিম বৃষ্টির শব্দে আমাদের মনের কোণে নূপুর বাজিয়ে চলে সারাক্ষণ।  

বর্ষার আগমন এবার প্রকৃতিতে বেশ আগে থেকে লক্ষ্য করা যাচ্ছে। বর্ষার এই আগমনকে বরণ ও সুস্বাগত জানিয়ে ক্রেতাসাধারণ, শুভাকাঙ্ক্ষী ও বর্ষাপ্রেমীদের জন্য নগরদোলা নিয়ে এসেছে নতুন পোশাক।

এই পোশাকগুলোর মধ্যে রয়েছে সালোয়ার কামিজ, ত্রয়ী, কুর্তি, ফতুয়া ইত্যাদি। নগরদোলার অন্যতম ব্র্যান্ড ত্রয়ী-তে আনা হয়েছে বর্ষার নতুন ডিজাইন। এবার ত্রয়ী-র সাথে রয়েছে বড় ওড়না ও রঙীন লেগিংস। পোশাকের রং এর ক্ষেত্রে গাঢ় সবুজ, নীল, কালো, ফিরোজা কে প্রাধান্য দেওয়া হয়েছে। পোশাক আরামদায়ক করতে বেছে নেওয়া হয়েছে সুতি কাপড়। পোশাকগুলোর কাটিং প্যাটার্নে আনা হয়েছে অন্যরকম বৈচিত্র্য।

ফ্যাশন হাউস নগরদোলার কর্ণধার আলী আফজাল বাংলানিউজকে বলেন, আশা করি নগরদোলায় ক্রেতারা খুঁজে পাবে তাদের প্রিয় বর্ষার পোশাক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।