ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

নতুন শাখায় ইনফিনিটি

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, জানুয়ারি ২৫, ২০১৪
নতুন শাখায় ইনফিনিটি

আধুনিক পোশাকের বিশাল সম্ভার নিয়ে দেশের অন্যতম তৈরি পোশাক ব্র্যান্ড ইনফিনিটি এখন মোহাম্মদপুরে।

শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে জেড/২০ তাজমহল মেইন রোডে ইনফিনিটি মেগামলের নতুন শোরুম উদ্বোধন করেন মডেল আদিল হোসেন নোবেল।

এসময় উপস্থিত ছিলেন লুবনান ট্রেড কনসোর্টিয়ামের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, ব্যাবস্থাপনা পরিচালক নাজমুল হক খান, পরিচালক ও প্রধান ফ্যাশন ডিজাইনার নাইমুল হক খান, পরিচালক মনিরুল হক খানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

লুবনান ট্রেড কনসোর্টিয়ামের পরিচালক ও প্রধান ফ্যাশন ডিজাইনার নাইমুল হক খান বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পোশাক ও অনুসঙ্গ গ্রাহকের  হাতের কাছে পৌঁছে দিতে মোহাম্মদপুরে ইনফিনিটি মেগামলের শাখা খোলা হয়েছে। এখানে চলতি ফ্যাশন ট্রেন্ডকে মাথায় রেখে ডিজাইনারদের তৈরি ফরমাল পোশাক, পার্টি ড্রেস, পাঞ্জাবি, শেরওয়ানি, নারীদের পোশাক, বাচ্চাদের পোশাক, কসমেটিকসসহ নানা প্রয়োজনীয় সবকিছুই পাওয়া যাবে।    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।