ঢাকা, রবিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

লাইফস্টাইল

কবিগুরুর ভূমিকায় অমিতাভ বচ্চন

কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪০, জুলাই ২৯, ২০১০

কবিগুরু জন্মের সার্ধশতবর্ষে এবার তাকে নিয়ে সিনেমা নির্মিত হতে চলেছে বলিউডে। এই সিনেমায় রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করতে চলেছেন ভারতীয় চলচ্চিত্রের আইকন অভিতাভ বচ্চন।



ছবিটির পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে কলকাতায় জানিয়েছেন, শুধু বিগবি নয়, এই সিনেমার চিত্রনাট্য তৈরি করেছেন বলিউডের আরেক বিখ্যাত মানুষ কবি জাভেদ আখতার। আর এই সিনেমাটির সুরকার অস্কার বিজয়ী এ আর রহমান। সিমোটির নাম দেওয়া হয়েছে ‘দ্যা সাউন্ড অব সাইলেন্স’।

তিনি আরো জানিয়েছেন, কবিগুরুর জীবনের শেষ ২০টি বছর নিয়ে লেখা হয়েছে এ ছবির চিত্রনাট্য। বিপুল অর্থব্যায়ে নির্মিতব্য এই সিনেমাটির জন্য সাহায্য নেওয়া হচ্ছে বিশ্বভারতী,, পুনে ফিল্ম ইনস্টিটিউট ও নয়াদিল্লির জাতীয় আর্কাইভ থেকে।

সিনেমাটির বাকি চরিত্র অভিনেতাদের নাম বলতে চাননি পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়।

বাংলাদেশ সময়: ১৭০০ঘন্টা, জুলাই ২৯,২০১০





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।