ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

লাইফস্টাইল

সুচিত্রা সেন গুরুতর অসুস্থ

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৬, জুলাই ১, ২০১০

কলকাতা: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তির নায়িকা সুচিত্রা সেন গুরুতর অসুস্থ। গত আটদিন ধরে কলকাতার বেলভিউ ক্লিনিকে তিনি চিকিৎসাধীন।



বেলভিউ কিনিক সূত্রে জানা গেছে, সুচিত্রা সেন ফুসফুসের জটিল সংক্রমণে ভুগছেন। এর আগেও তিনি একই কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

৮০ পেরনো নায়িকা অসুস্থ হয়ে পড়ায় নিজের বাসাতেই চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে বেলভিউ ক্লিনিকে ভর্তি করা হয়।

যথারীতি এবারও তার সঙ্গে দেখা করার প্রবেশাধিকার নেই সংবাদমাধ্যমের প্রতিনিধিদের।

বাংলাদেশ সময়: ১০৩০ঘণ্টা, জুলাই ০১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।