ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ঈদে কবি-লেখক-শিল্পীদের নিয়ে ‘লেখায় রেখায়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১০

‘জীবনে অনেক সাধ ছিল ফটোগ্রাফার হওয়ার। কিন্তু সাধ পূরণ করতে গিয়ে দেখলাম ব্যাপারটা ভীষণ ব্যয়সাপে।

তাই অনেক ভেবেচিন্তে কবিতা লেখায় হাত দিলাম। একটা এক টাকার কাগজের টুকরা আর তিন টাকার একটা কলম। ব্যস! কবিতা লেখার জন্য আর বিশেষ কোনও আয়োজনের দরকার নেই। ’

নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে এমনই এক মজার ব্যাখ্যা দাঁড় করালেন বরেণ্য কবি নির্মলেন্দু গুণ। বাংলাভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠানমালার আওতায় নির্মিত ‘লেখায় রেখায়’ অনুষ্ঠানের একটি অংশ এটি। এতে নির্মলেন্দু গুণের সাথে অতিথি হয়ে এসেছেন কথাশিল্পী সেলিনা হোসেন, চিত্রশিল্পী আবদুশ শাকুর শাহ ও রোকেয়া সুলতানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রশিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা। এতে অতিথিরা চিত্রকলা, কবিতা ও কথাসাহিত্যের পারস্পরিক সম্পৃক্ততার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। পাশাপাশি উঠে এসেছে প্রবাসে ঈদ ও পূজা প্রসঙ্গ।

মামুন খানের প্রযোজনায় ‘লেখায় রেখায়’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের পঞ্চম দিন বিকেল সোয়া ৫টায়।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩২০, নভেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।