ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সিলেটে নবশিখা জাতীয় নাট্যেৎসবে দর্শকের উপচেপড়া ভিড়

সোহেল রহমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১০

‘নাটক করুক আঁধার বিনাশ, সত্যের উদ্বোধন’ এ স্লোগান নিয়ে নবশিখা নাট্যদল আয়োজিত ৬ দিনব্যাপী জাতীয় নাট্যোৎসবে জমে উঠেছে সিলেট নগরী।

সিলেট অডিটরিয়ামে আয়োজিত এ উৎসবের  প্রথম দিন থেকেই ছিল দর্শকদের উপচেপড়া ভিড়।

অনেকদিন পর এ উৎসব যেন পরিণত হয় নাট্যপ্রেমীদের মিলনমেলায়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ এসেছেন নাটক দেখতে। ৩০ নভেম্বর পর্যন্ত সিলেট অডিটরিয়ামে এ উৎসব চলবে।

উৎসবের সদস্য সচিব ধ্রুবজ্যেতি দে বাংলানিউজকে বলেন, এ উৎসবের মাধ্যমে আমরা নাট্যকর্মীরা শোষণমুক্ত সুন্দর সমৃদ্ধশালী এক বাংলাদেশের স্বপ্ন দেখি। তিনি সবাইকে উৎসবের সব নাটক দেখার আহ্বান জানান।

২৪ নভেম্বর সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান,  বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি ঝুনা চৌধুরী, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক তফাজ্জল সোহেল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের পরিচালক ভবতোষ রায়, সভাপতি এডভোকেট মনির হেলাল প্রমুখ।
এ উৎসবে প্রদর্শিত হচ্ছে দেশের সেরা নাট্যদলগুলোর উল্লেখযোগ্য সব নাটক।

  বাংলাদেশ স্থানীয় সময় ১৪৫০, নভেম্বর ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।