ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কাঠমুন্ডু আন্তর্জাতিক নাট্যোৎসবে বাংলাদেশের ‘মেটামরফোসিস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১০

সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি) ২৮ নভেম্বর রোববার নেপালের একমাত্র পেশাদার নাট্যদল আরোহণ থিয়েটারের আমন্ত্রণে কাঠমুন্ডু সফরে গেছে। নেপালের সর্ববৃহৎ নাট্যোৎসব ‘কাঠমুন্ডু ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল ২০১০’-এ তারা অংশগ্রহণ করছে।



উৎসবে ৩০ নভেম্বর মঙ্গলবার ফ্রানজ কাফকার গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘দ্য মেটামরফোসিস’ প্রদর্শন করবে  সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি)।

উৎসবে বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আমেরিকা, রাশিয়া, স্লোভানিয়া, স্পেন, নরওয়ে, পাকিস্তান, ভারত, ইরান, থাইল্যান্ড, ও শ্রীলংকা থেকে আসা শীর্ষস্থানীয় নাট্যদল অংশ নিচ্ছে।

উলেখ্য, আরোহণ থিয়েটারের আমন্ত্রণে সেন্টার ফর এশিয়ান থিয়েটার নিয়মিতভাবেই নেপালের সর্বোচ্চ এই উৎসবে অংশগ্রহণ করে আসছে।


বাংলাদেশ স্থানীয় সময় ১৩১৩, নভেম্বর ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।