ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

লাইফস্টাইল

ডিজিটাল সিনেমা ‘লাভ ডে’র শুভ মহরত

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, ডিসেম্বর ১৪, ২০১০

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্ভানা মুভিজের ব্যানারে নির্মিত হচ্ছে বিশেষ ডিজিটাল সিনেমা ‘লাভ ডে’। ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় ধানমন্ডি রাশিয়ান কালচারাল সেন্টারে হয়ে গেল এর মহরত অনুষ্ঠান।

সিনেমাটি পরিচালনা করছেন তরুণ পরিচালক বিপ্লব সুমন।

মহরত অনুষ্ঠানে অতিথি ছিলেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোশারফ হোসেন, কালের কণ্ঠর ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন, কণ্ঠশিল্পী আগুন ও অভিনেতা শামস সুমন। উপস্থিত ছিলেন এ সিনেমার নায়ক-নায়িকা নবাগত পলাশ ও এলেনা।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন তার বক্তব্যে বলেন, ‘আমি এই প্রথম কোনো ডিজিটাল সিনেমার মহরত অনুষ্ঠানে এলাম। আমি নিজেও একসময় প্রচুর রোমান্টিক সিনেমায় অভিনয় করেছি। আশা করি এ সিনেমাটি খুব ভালো হবে। এ সিনেমার গল্পের যে দিকটা আমার কাছে ভালো লেগেছে, তা হলো এখানে একটা মেসেজ আছে। আছে নিরাপদে রাস্তায় চলাচলের প্রসঙ্গও। ’

বাংলাদেশ স্থানীয় সময় ২০১০, ডিসেম্বর ১৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।