ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চ্যানেল আইতে সরাসরি সম্প্রচার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে ১৪ জানুয়ারি শুক্রবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আদিবাসী মেলা। দেশের প্রায় ১৫টি আদিবাসী সম্প্রদায় তাদের ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে মেলায় অংশ নিচ্ছে।

কক্সবাজার সমূদ্র সৈকত থেকে আদিবাসী মেলা সরাসরি সম্প্রচার করা হবে চ্যানেল আইতে।

এবারের আদিবাসী মেলার বিশেষ আকর্ষষ হিসেবে থাকছে ‘প্রিয়দর্শিনী প্রতিযোগিতা’। রাখাইন, চাকমা, মারমা, মুরং, মগ ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিবে। আদিবাসী বিচারকরাই নির্বাচন করবেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রিয়দর্শিনীকে। মেলায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায় পরিবেশন করবে তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া থাকছে হস্ত ও কুটিরশিল্পজাত সামগ্রীর পসরা। মেলার সমাপনী পর্বে থাকছে আতশবাজি ও লাইট শো।

কক্সবাজার সমূদ্র সৈকত থেকে দ্বিতীয় আদিবাসী মেলা বিকেল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত সরাসরি করবে চ্যানেল আই।

বাংলাদেশ স্থানীয় সময় ১৩৪০, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।