ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চলে গেলেন গীতা দে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

সত্যজিৎ রায় এবং ঋত্বিক ঘটকের চলচ্চিত্রে অন্যতম প্রভাবশালী অভিনেত্রী গীতা দে চলে গেলেন ৭৯ বছর বয়সে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ১৭ জানুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি রেখে গেছেন দুই ছেলে ও এক মেয়ে।

গীতার অভিনয় জীবন শুরু হয় ছয় বছর বয়সে। তারপর টানা সত্তর বছর তিনি অভিনয় করে গেছেন মঞ্চ ও রূপালি পর্দায়। জীবনের শেষ দিনগুলোতে তিনি অভিনয় করেন বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে।

গীতাকে সত্যজিৎ রায় প্রথম অন্তর্ভুক্ত করেন ‘সমাপ্তি’ ছবিতে।

ঋত্বিক ঘটকের বিখ্যাত ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে গীতা অভিনয় করেন নায়কের মায়ের চরিত্রে। ঋত্বিকের ‘কোমল গান্ধার’ ও ‘সুবর্ণরেখা’ ছবিতেও অভিনয় করেছিলেন গীতা দে।

এছাড়াও তপন সিনহার ‘হাটে বাজারে’, ‘জুতগৃহ’ এবং ‘এখনি’ ছবিগুলোতে গীতা অভিনয় করেছিলেন।

গীতার অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন খ্যাতিমান অভিনেতা ও চিত্র পরিচালক লরেন্স অলিভার।

বাংলাদেশ সময় ১৮১৪, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।