শারীরিক অসুস্থতায় সঙ্কটাপন্ন হয়ে আছেন প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতগুরু পণ্ডিত ভীমসেন জোশি। ভারতের পুনার একটি হাসপাতালে চিকিৎসাধীন এই সঙ্গীতগুরু অবস্থার খানিক উন্নতি হলেও সঙ্কট কাটেনি।
‘কৃত্রিমভাবেই শ্বাস-প্রশ্বাস নিতে হচ্ছে তাকে। শঙ্কা তাই এখনো কাটেনি। তবে আশার কথা, গত ২৪ ঘণ্টায় পণ্ডিতজীর অবস্থার কোনো অবনতি হয়নি,’ বললেন জোশির দীর্ঘদিনের চিকিৎসা পরামর্শক অতুল জোশি। খবর আইএএনএস।
শারীরিক দুর্বলতা ও বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ৮৮ বছর বয়সী ভীমসেন জোশি ৩১ ডিসেম্বর ভর্তি হন পুনার সাহ্যাদরি হাসপাতালে। ভর্তি হওয়ার পর থেকেই ‘ভারতরত্ন’-খ্যাত এই সঙ্গীতগুরুকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকদের মতে, জোশি শ্বাস-প্রশ্বাসের পাশাপাশি কিডনি জটিলতাতেও ভুগছেন।
বাংলাদেশ সময় ১৭৩৬, জানুয়ারি ১৮, ২০১১