ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

গ্রুপ থিয়েটার ফেডাশেনের বিজয়ের নাট্য উৎসব

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও দি ডেইলি স্টার যৌথভাবে আয়োজন করেছে ৭ দিন ব্যাপী বিজয়ের নাট্য উৎসব। উৎসবটি ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে।



বাংলাদেশ শিল্পকলা একাডেমীর  জাতীয় নাট্যশালায় এ  উৎসব উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। মূল হলসহ এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং  স্টুডিও থিয়েটার হলে এ উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত । উৎসবে রাজধানীর ২১টি নাট্যদল অংশ নেবে।

উৎসব বিষয়ে এসব তথ্য জানাতে ২২ জানুয়ারি শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে  বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী, সভাপতিম-লীর সদস্য কেরামত মওলা, অর্থ সম্পাদক শাহ আলম দুলাল, উৎসবের সদস্য সচিব আহমেদ গিয়াস, ডেইলি স্টারের জেনারেল ম্যানেজার ইভেন্ট সেলিম সামসুল হুদা ও রাফি হোসেন।

জাতীয় নাট্যশালার মূল হলে প্রতিদিন নাটক শুরু হবে সন্ধ্যা ৭টায়, অন্য দুটিতে সাড়ে ৬টায়। উৎসবে ছাত্র ও নাট্যকর্মীদের জন্য টিকেটের মূল্য রাখা হয়েছে ২০টাকা। এছাড়া প্রতিদিন বিকেলে থাকবে কবিতা আবৃত্তি ও গানের অনুষ্ঠান। উৎসবকে সফল করার জন্য আকতারুজ্জামানকে আহ্বায়ক ও আহমেদ গিয়াসকে সদস্য সচিব করে একটি কমিটি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।