ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রক্তখেকোর মুখোমুখি আফসানা মিমি

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১১

অবৈধ রক্তব্যবসায়ী ফজলুর রহমান। লোকজন তার খেতাব দিয়েছে ‘রক্তখেকো’।

ঢাকা মেডিক্যাল কলেজের আশপাশে রক্তখেকো ফজলু বললেই নাকি সবাই তাকে চেনে। এবার এই রক্তখেকোর মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।

বাংলাভিশন চ্যানেলের জনপ্রিয় টক শো ‘মনের কথা’র এবারের পর্বে অবৈধ রক্তব্যবসায়ী ফজলুর রহমানকে নিয়ে আসা হয়েছে। কোনো লাইসেন্স ছাড়া অবাধে রক্ত ব্যবসা ও অন্যান্য কর্মকা- নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। এই অবৈধভাবে সংগ্রহ করা রক্ত কতটা তিকর তা তার কথা থেকে জানা যায়। রক্ত সংগ্রহ করে রাখা, বিক্রি করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তিনি জানিয়েছেন। আফসানা মিমি প্রশ্নের পর প্রশ্ন করে তার কাছ থেকে বের করেছেন ভয়ংকর সব বিষয়।

আফসানা মিমির উপস্থাপনা ও শামীম শাহেদের প্রযোজনায় ‘মনের কথা’র এই পর্বটি প্রচারিত হবে ২৪ জানুয়ারি সোমবার রাত ৯টা ০৫ মিনিটে।

বাংলাদেশ সময় ২১৫০, জানুয়ারি ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।