ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কলকাতার নাট্য উৎসবে ‘বাংলার মাটি বাংলার জল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

এ বছর বাংলাদেশ-ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে  উদযাপিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মজয়ন্তী। এরই অংশ হিসেবে কলকাতার স্বনামধন্য নাট্যদল ‘রঙ্গকর্মী’ আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি  পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে ‘রবীন্দ্র রঙ যাত্রা’ নাট্য উৎসব ২০১১।



উৎসবে আমন্ত্রিত হয়েছে বাংলাদেশের নাট্যদল ‘পালাকার’। পালাকার মঞ্চস্থ করবে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের জীবন নিয়ে রচিত নাটক ‘বাংলার মাটি বাংলার জল’। কলকাতার রবীন্দ্র সদন সল্টলেকে নাটকটির দুটি প্রদর্শনী করবে এ দল ।

এ উপলক্ষে পালাকার ৩০ জনের একটি দল নিয়ে আগামী ২ ফেব্রুয়ারি  ঢাকা ছাড়ছে। নাটকটি রচনা করেছেন সৈয়দ শামসুল হক, নির্দেশনা দিয়েছেন আতাউর রহমান, সহ-নির্দেশনায় আছেন দলীয় প্রধান আমিনুর রহমান মুকুল।

বাংলাদেশ সময় ১৪৫০, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।