ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সৈকতে সন্ন্যাসী

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১১

আমাদের সমাজে ধান্দাবাজ অনেক রকম। তাদের মধ্যে কেউ পেশাদার, কেউ আবার পরিস্থিতির শিকার।

এমনই একটি চক্রের গল্প নিয়ে নাটক  ‘সৈকতে সন্নাসী’। নাটকটি  তালুকদার গ্রুপ শুক্রবারের নাটক হিসেবে ১১ ফেব্রয়ারি শুক্রবার আরটিভিতে রাত ৮টায় প্রচারিত হবে।

নাটকে দেখা যাবে, মাহমুদুল ইসলাম মিঠু ও হিল্লোল সম্পর্কে মামা-ভাগ্নে। দুটো দিন ফুর্তির আশায় কক্সবাজারে বেড়াতে এসেছে। কিন্তু সৈকতে পা দিতেই বিপত্তি। প্রতারকের খপ্পরে পড়ে তারা সবকিছু খোয়ায়। বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয়, কারো সাহায্য নিয়ে ঢাকায় ফিরতে হবে। কিন্তু এই অচেনা জায়গায় কে সাহায্য করবে তাদের? এরই মধ্যে প্রেক্ষাপটে হাজির হয় দুই নারী। এরা হলো মৌটুসী ও আইরিন। মিঠু ও হিল্লোল সিদ্ধান্ত নেয়, এই দুই মেয়েকে ঠকিয়ে টাকা নেবে। কিন্তু তারা জানে না, ঐ দুই মেয়েও একই ধান্দায় নিয়োজিত এবং তারা পেশাদার। কক্সবাজারে এসে বিপদে পড়েছেন আরো দুই যুবক। তারা হলেন মোশারফ করিম ও মোস্তফা সরোয়ার। এরা চেষ্টা করেছে কাঁকড়া বেঁচে পয়সা রোজগার করতে এবং সেই টাকায় ঢাকায় ফিরতে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস, কাঁকড়ার কামড়ে তাদের জীবন ওষ্ঠাগত। বাধ্য হয়ে তারা সিদ্ধান্ত নেয়, কোনো টু্রিস্ট কিডন্যাপ করবে।

হাস্যরস আর উত্তেজনার কাহিনী নিয়ে নির্মিত এই নাটকটির নাম ‘সৈকতে সন্ন্যাসী’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রায়হান খান। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, মৌটুসী, হিল্লোল, আইরিন তানি, মাহমুদুল ইসলাম মিঠু, মোস্তফা সরোয়ার প্রমুখ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।