ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

নতুন তারা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ১০, ২০১১

সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে যাত্রা শুরু করেছিলেন নির্ঝর। কন্ঠশিল্পী হিসেবেও পেয়েছেন পরিচিতি।

এই বৈশাখে বের হওয়া নির্ঝর ফিচারিং ‘নতুন তারা’ অ্যালবামটি অডিওবাজারে আলোচনায় উঠে এসেছে।

২০০৮ সালে নির্ঝর ফিচারিং ‘মাটির সুরে’ অ্যালবাম দিয়ে  তার যাত্রা শুরু অডিও ভুবনে। কৃষ্ণকলি, ফজলুর রহমান বাবু, চন্দনা মজুমদারের মত শিল্পীরা তার সংগীত পরিচালনায় গান করেছিলেন অ্যালবামটিতে।   ২০০৯ সালে আসে আনুশেহ আনাদিল, এলিটা, মিথিলাকে নিয়ে বের হয় তার আরেকটি অ্যালবাম ‘মেঘে মেঘে’। এই অ্যালবামের ‘ও চাঁদ সামলে রাখো জোছনাকে’ গানটি কন্ঠশিল্পী হিসেবে তাকে সুপরিচিত করে তোলে। এই বৈশাখে বাজারে এসেছে তার নতুন অ্যালবাম নির্ঝর ফিচারিং ‘নতুন তারা’। একঝাঁক নতুন শিল্পীর কিছু সফট মেলোডিয়াস, সেমি ক্ল্যাসিক্যাল গান রয়েছে এতে। নির্ঝরের কন্ঠে গাওয়া এ্যালবামের ‘উড়ছে আমার স্বপ্নগুলো’ গানটি ইতোমধ্যে এফ.এম. রেডিওতে বেশ জনপ্রিয় হয়েছে। ফাহিম মিউজিকের ব্যানারে অ্যালবামটি দেশের সর্বত্র পাওয়া যাচ্ছে।

নির্ঝর বর্তমানে গান করা এবং সংগীত পরিচালনা দুটোই চলছে পুরোদমে। ছায়ানটে শিক্ষকতা করছেন গত দশবছর ধরে। এ মুহূর্তে  নির্ঝর তার রবীন্দ্রসংগীতের নিরীক্ষামূলক একক অ্যালবাম, নতুন তারা-২, মাটির সুরে-২ এবং সাধনার প্রযোজনায় নৃত্যনাট্য ‘মায়ার খেলা’র সংগীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বাংলাদেশ সময় ১৯৩০, মে ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।