পপসম্রাট আজম খান আবারও অসুস্থ হয়ে পড়েছেন। ভর্তি হয়েছেন রাজধানীর স্কয়ার হাসপাতালে।
গত বছর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মুখগহ্বরে সফল অস্ত্রোপচার এবং থেরাপি নিয়ে দেশে ফেরার পর অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন আজম খান। কথাবার্তা আর খাবার-দাবার গ্রহণ সবই প্রায় হয়ে উঠে। গত রোববার তিনি বাম হাতে হঠাৎ করেই প্রচণ্ড ব্যথা অনুভব করেন। আগেও এই হাতে খানিকটা ব্যথা ছিল, তবে তা ছিল সহ্যের মধ্যে। কিন্তু এই দিন ব্যথার মাত্রা অসহ্য হয়ে উঠায় তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকে পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। হাসপাতালের ১৩০৭ নম্বর কেবিনে তিনি ডা. কামরুজ্জামানের (রেডিওলজিস্ট) তত্ত্বাবধানে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা বলেছেন দুশ্চিন্তার কারণ নেই। হাড় ক্ষয়জনিত কারণেই এমনটা হয়েছে। এর সঙ্গে ক্যান্সার কিংবা থেরাপির তেমন কোন সম্পর্ক থাকার কথা নয়। নিবিড় পর্যবেক্ষণ ও আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে আরো কয়েকদিন হাসপাতালে থাকতে হবে।
বাংলাদেশ সময় ০১৩০, মে ২৬, ২০১১