ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

আজম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ২৭, ২০১১

ঢাকা: পপ সম্রাট আজম খানের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। রাজধানীর স্কয়ার হাসপাতালে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতাল সূত্র।

 

আজম খানের বড় মেয়ে ইমা খান বাংলানিউজকে জানান, দুপুরের দিকে তার শারিরিক অবস্থা খারাপ হলে দ্রুত সিসিইউতে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্ট দিয়েই বাঁচিয়ে রাখা হয়েছে।

আজমখানের চিকিৎসক কামরুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, আজম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি বলেন, আজম খানের মুখগহ্বরের ক্যান্সার তার শরিরে ছড়িয়ে পড়েছে। এতে তার ফুঁসফুস ও যকৃৎ অকেজো হয়ে পড়েছে। শুক্রবার দুপুরে অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে দ্রুত সিসিইউতে নেওয়া হয়।

লাইফ সাপোর্ট কতক্ষণ রাখা হবে জানতে চাইলে কামরুজ্জামান জানান, ২৪ ঘণ্টা পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত ২২ মে বাম হাতে হঠাৎ প্রচ- ব্যথা অনুভব করলে আজম খানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ১৩০৭ নম্বর কেবিনে তিনি চিকিৎসক কামরুজ্জামানের (রেডিওলোজিস্ট) তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য মুখগহ্বরের ক্যান্সারে আক্রান্ত কণ্ঠশিল্পী আজম খানকে এর আগে দ্বিতীয় দফা চিকিৎসা দিতে ২০১০ সালের ৭ নভেম্বর সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে কেমোথেরাপি দেওয়া হয়। তাকে মোট ৩০টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ৫টি কেমোথেরাপি দেওয়ার কথা থাকলেও তিনি ২১টি টমোথেরাপি (রেডিওথেরাপি) ও ১টি কেমোথেরাপি নেওয়ার পর ২৭ ডিসেম্বর দেশে ফিরে আসেন।

কামরুজ্জামান সাংবাদিকদের জানান, সিঙ্গাপুর থেকে ফেরার পর নিয়মিত চেক-আপ না করানোর কারণেই আজম খানের অবস্থা শঙ্কটাপন্ন হয়েছে।

রাত সাড়ে আটটার দিকে হাসপাতালে ছুটে আসেন দেশের আরেক খ্যাতনামা পপ সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চু। তিনি সাংবাদিকদের জানান, আজম খানকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমরা আশাবাদী তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।