বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা পরিবার প্রতিষ্ঠিত এটিএন নিউজ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী ৭ জুন। এক বছর আগে নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছিল দেশের একমাত্র নিউজ চ্যানেল এটিএন নিউজের।
দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংবাদ অনুষঙ্গকে তুলে ধরায় এটিএন নিউজ প্রশংসিত হয়েছে। পাশাপাশি দেশের বাইরে থেকে প্রচার করা এই চ্যানেলে বিভিন্ন সংবাদ সাধুবাদ অর্জন করেছে।
এটিএন নিউজের সংবাদভিত্তিক বিভিন্ন আলোচিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে সমসাময়িক ঘটনার আলোকে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীদের নিয়ে প্রতিদিনের টক শো ‘নিউজ আওয়ার এক্সট্রা’ এবং প্রকৃতি ও জীবন নিয়ে ‘জলে জঙ্গলে’।
এটিএন নিউজের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো গত এক বছরে চ্যানেলটির স্ক্রীনে কোনো বিভৎস দৃশ্য বা মৃতদেহের ছবি দেখানো হয় নি।
ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, বিনোদন, ঐতিহ্য, ফ্যাশন, ক্রীড়া, কৃষি, ব্যক্তিত্ব প্রভৃতি সব বিষয়েই এটিএন নিউজের কাছ থেকে সাধারণ মানুষ আগামী দিনগুলো আরো দায়িত্বশীল সংবাদ আশা করে।
বাংলাদেশ সময় ১৯৪০, জুন ০৬, ২০১১