পপগুরু আজম খান ছিলেন একজন মানব দরদী মানুষ। গরীব-দুঃখী মানুষদের তিনি তার সীমিত সামর্থ্য নিয়ে গোপনে সাহায্য করতেন।
প্রয়াত পপগুরু আজম খানের বড় মেয়ে ইমা খান এই উদ্যোগ নিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, বাবা আমাদের কাউকে না জানিয়েই বিভিন্ন সময় গরীব-অসহায় মানুষদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করতেন। তিনি চাইতেন না, এই সাহায্যের কথা প্রকাশ পাক। বাবার এই মানব দরদী মনোভাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি তার নামে একটি কল্যাণ ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, বাবার চিকিৎসা খরচ মেটানোর পরও কিছু টাকা আমার হাতে রয়ে গেছে। সেই টাকা দিয়েই ট্রাস্টেও প্রাথমিক কার্যক্রম শুরু করেছি। আমি সমাজের বিত্তবানদের কাছে আহ্বান জানাবো, এই ট্রাস্টে টাকা দান করার জন্য। এই ট্রাস্ট থেকে আমরা অসহায়-গরিব মানুষদের সেবা করার পাশাপাশি অসুস্থ শিল্পীদের বিপদের সময় সহায়তা করবো।
এদিকে পপগুরু ও বীর মুক্তিযোদ্ধা আজম খানের স্মৃতি রক্ষায় কমলাপুর এলাকার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে গঠন করা হয়েছে ‘আজম খান স্মৃতি সংসদ’। পপগুরুর অগোছালো স্মৃতি একজায়গায় সংরক্ষণের উদ্দেশ্যেই স্থানীয় মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এই সংগঠন গঠন করা হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময় ১৫২০, জুন ১৩, ২০১১