শোবিজে মিথিলা কাজ করছেন মডেল ও সঙ্গীতশিল্পী হিসেবে। কয়েকটি টিভিনাটকে অভিনয়ও করেছেন।
স্বামী তাহসান শারীরিকভাবে খানিকটা অসুস্থ থাকায় মিথিলা শুরুতে নাটকটিতে কাজ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিলেন। কিন্তু নাট্যকার জানালেন, মিথিলাকে ভেবেই নাটকটির প্রধান চরিত্র তৈরি করা হয়েছে। পরিচালকও জানালেন, মনে মনে তিনি যে চরিত্রটি চিত্রণ করেছেন তার জন্য মিথিলাই মানানসই। তাই তাকে নিয়েই তিনি নাটকটি নির্মাণ করতে চান। নাট্যকার ও নির্মাতার এরকম মন্তব্য শুনে তাহসান-ই মিথিলাকে নাটকটিতে কাজ করার পরামর্শ দেন।
খন্ড নাটক ‘অনুরাধাকে বলা হলো না’ রচনা করেছেন সৈয়দ ইকবাল, পরিচালনায় রয়েছেন জুবায়ের ইবনে বকর।

মিথিলার বিপরীতে এ নাটকে অভিনয় করছেন রওনক হাসান। আরো অভিনয় করছেন করবী মিজান, রুদ্র মাহফুজ প্রমুখ। আগামী ৪ ও ৫ জুলাই নাটকটি শুটিং। নাটকটি আগামী ঈদে প্রচারের উদ্দেশ্যে নির্মিত হচ্ছে।
নাটকটি প্রসঙ্গে মিথিলা বলেন, নাটকটির গল্পটি সত্যিই ভিন্নরকম। আমার চরিত্রটিও ব্যতিক্রমী। সবচেয়ে ভালোলাগার বিষয় যেটি সেটি হলো আমরা দুজন দুজনকে জানতেই পারবোনা যে আমরা একে অপরকে পছন্দ করতাম। নাটকটির কাহিনী আমার খুব ভালো লেগেছে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে রওনক বলেন, নাটকটির গল্প অসাধারণ। চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য ইচ্ছে করেই সময় নিলাম। তাছাড়ার মিথিলার সাথে এটি আমার প্রথম কাজ। আশা করি দর্শকের ভালো লাগবে।
বাংলাদেশ সময় ২০৩৫, জুন ২৭, ২০১১