ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

ফারুকীর নতুন ছবি ‘টেলিভিশন’ প্রযোজনায় যুক্ত হলেন জার্মান প্রযোজক

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, জুলাই ৮, ২০১১

‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’ আর ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’-এর পর আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারকী আরো ব্যাপক পরিসরে তার নতুন ছবি ‘টেলিভিশন’-এর কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় ছবিটির সঙ্গে তিনি যুক্ত করেছেন খ্যাতিমান জার্মান প্রযোজক ক্রিস্টফ থোকেকে।



নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আগেই ঘোষণা দিয়েছেন দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান স্টার সিনেপ্লেক্সের পাশাপাশি ‘টেলিভিশন’-এর সঙ্গে একজন জার্মান এবং একজন ফরাসি প্রযোজক যুক্ত থাকবেন। সেই সূত্র ধরেই সমপ্রতি জার্মান প্রযোজক ক্রিস্টফ থোকের সঙ্গে মোস্তফা সরয়ার ফারুকীর চুক্তি স্বাক্ষর হয়েছে।

জার্মান চলচ্চিত্রে ক্রিস্টফ থোকে একজন নামী প্রযোজক। আন্তর্জাতিক চলচ্চিত্রেও তিনি বেশ সুপরিচিত।   বিভিন্ন সময় এই প্রযোজক ভিরাসেথাকুল, ব্রুনো দুমো, জাঁ পিয়েরে, লুক দারদেন, রাচিদ বুখারেবের মতো বর্তমান বিশ্বের আলোচিত চলচ্চিত্রকারদের ছবি প্রযোজনা করেছেন। তার প্রযোজিত ছবি কান, ভেনিস, বার্লিনসহ সর্বমোট ৫০০ উৎসবে যোগ দিয়ে শতাধিক পুরস্কার অর্জন করেছে। ক্রিস্টফ থোকে প্রযোজিত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘লরনাস সাইলেন্স’, ‘ট্রপিক্যাল মালাদি’, ‘লুবভ এন্ড আদার নাইটমেয়ারস’, ‘লিটল সেনেগাল’, ‘টুয়েন্টি নাইন পাল্মস’ প্রভৃতি।

প্রযোজনা ছাড়াও এই আন্তর্জাতিক চলচ্চিত্র ব্যক্তিত্ব মার্কে দুকান ও রটারডাম ল্যাবসহ বিভিন্ন প্রযোজনা কর্মশালায় প্রশিক্ষক হিসেবে কাজ করে থাকেন। এছাড়াও বিভিন্ন ফেস্টিভালে জুরি হিসেবেও তিনি দায়িত্ব পালন করে থাকেন।   সর্বশেষ তিনি দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময় ১১৫৫, জুলাই ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।