বৈশাখী টিভিতে ১৭ জুলাই থেকে প্রতি রবি ও সোমবার রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হয়েছে হুমায়ূন ফরীদির পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘তখন হেমন্ত’ । নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু।
নাটকাটি কাহিনীধারায় দেখা যাবে, আকবর সাহেব পেশায় বাড়িওয়ালা। বিপত্নিক। এক ছেলে মামুন ও মেয়ে নীতু কে নিয়ে তার সংসার। নির্ঝঞ্জাট মানুষ। তবু কিভাবে যেন অদ্ভুত অদ্ভুত ঝঞ্জাট তাঁর কাঁধে এসে পড়ে। যেমন একদিন মর্নিংওয়াকে গিয়ে দেখেন একটা বাচ্চা ছেলে একা কাঁদছে। অনেকের মতো তিনি বাচ্চাটাকে এড়িয়ে যেতে পারলেন না। সাথে করে নিয়ে আসেন বাসায়। সেই নিয়ে নানা কান্ড ! নীতু নরম স্বভাবের মেয়ে। সারাক্ষণ কোন না কোন বিষয় নিয়ে তার দুশ্চিন্তা থাকেই। ইদানিং তার দুশ্চিন্তার বিষয় হচ্ছে আরিফ নামের এক হতাশাগ্রস্থ, উদ্দেশ্যহীন যুবককে ঘিরে। আরিফ ছিল নীতুর বান্ধবি শমির প্রেমিক। সে সূত্রে ভালোভাবেই চিনতো সে আরিফকে। সময়ের স্রোতে শমির বিয়ে হয়ে যায় অন্যখানে। প্রবাসি স্বামীর হাত ধরে সে চলে যায় বিদেশ। এসময় উদভ্রান্ত আরিফ আবিস্কার করে সে আসলে শমিকে ভালোবাসেনি। ভালোবেসেছে নীতুকে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
বাংলাদেশ সময় ১৭৪০, জুলাই ১৭, ২০১১