ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

কলকাতায় চিকিৎসা : প্রতারিত হবেন না

রক্তিম দাশ কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০১০

প্রতিদিনই সীমান্ত অতিক্রম করে অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় যান চিকিৎসা করাতে। অনেকে আবার কলকাতা হয়ে চেন্নাই, ভেলোর ও মুম্বাইতে যান।

অনেক কষ্ট করে অর্থ নিয়ে তারা আসেন কলকাতায়। কিন্তু সীমান্ত অতিক্রম করা পর থেকেই তারা এক শ্রেণীর দালালের হাতে পড়েন। দালালের হাতে পড়া এই অসহায় মানুষগুলো সর্বস্বান্ত হয়ে সঠিক চিকিৎসা না পেয়ে ফিরে যান বাংলাদেশে। শিকার হন আর্থিক, শারীরিক ও মানসিক ক্ষতির।

আজ যখন ইন্টারনেট আর মোবাইল ফোন আপনার হাতের মুঠোয়, তখন কেন বিড়ম্বনায় পড়বেন কিংবা প্রতারিত হবেন। তাই জেনে নিন, ভারতের কোথায় কোথায় পাবেন সঠিক চিকিৎসা এবং কীভাবে যোগাযোগ করবেন।

আজকে জানুন কলকাতার খোঁজখবর। পরে ধারাবাহিকভাবে জানানো হবে চেন্নাই, ভেলোর ও মুম্বাইর খবর।

সরকারি হাসপাতাল :
এসব সরকারি হাসপাতালে আপনি মাত্র এক রুপিতে আউটডোর চিকিৎসা নিতে পারবেন :

১. এসএসকেএম(পিজি), রবীন্দ্রসদনের বিপরীতে।
ফোন : ২২২৩৬২৪২/৯৬৯২/৯৬৫৪/৬১৭৮
২. কলকাতা মেডিকেল কলেজ, সিআরএভিনিউ। ফোন : ২২৪১৪৯০১/৪৯০২
 ৩. এনআরএস, শিয়ালদহ। ফোন : ২২৪৪৩২১১৩/৩২১৭
৪. বিধানচন্দ্র রায় শিশু হাসপাতাল, বেলেঘাটা। ফোন : ২৩৬২৮১০১/৮১৯৭
৫. চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, হাজরা মোড়। ফোন : ২৪৭৬৫১০১/৫১০২
৬. আইডি হাসপাতাল, বেলেঘাটা। ফোন :২৩৭০১২৫১/১২৫২
৭. ডা. আর আহমেদ ডেন্টাল হাসপাতাল, মৌলালি। ফোন :২২৬৫৫৭৭১/৬৮৭৬

বেসরকারি হাসপাতাল :
এসব হাসপাতাল ও কিনিকগুলোর ফি তাদের নিজেদের নিয়ম ও সেবা অনুযায়ী। সরাসরি যোগাযোগ করে নিলে তাই প্রতারিত হওয়ার সুযোগ নেই।

এএমআরআই, পি৪সিআইটি, ব্লক-এ, গড়িয়াহাট রোড.কল-২৯।
ফোন : ২৪৬১২৫২৬/২৬২৬
 ভিজিট করুন : www.amrihospital.in

সিএমআরআই, ৭/২ ডায়মন্ডহারবার রোড, কল-২৭।
ফোন : ৩০৯০৩০৯০
ভিজিট করুন : www.cmrihospitals.co.in

বিএম বিড়লা হার্ট রিসার্চ, ১/১ ন্যাশনাল লাইব্রেরি এভিনিউ, কল-২৭।
ফোন : ২৪৫৬৭৮৯০/৭৭৭৭
ভিজিট করুন : www.birlaheart.org

রুবি জেনারেল, কসবা গোলপার্ক, ইএমবাইপাস, কল-১০৭।
ফোন : ৩৯৮৭১৮০০/২৪৪২৬০৯১
ভিজিট করুন : www.rubyhospital.com

ক্যালকাটা হার্ট রিসার্চ সেন্টার, ১১৪ বি শরৎ বোস রোড, কল-২৯।
ফোন : ২৪৭৪৭৬১৩।

পিয়ারলেস হসপিটাল, ইএম বাইপাস।
ফোন : ২৪৬২২৩৯৪/২৪৬২/০০৭১
ভিজিট করুন : www.peerlesshospital.com

রবীন্দ্রনাথ টেগোর (দেবী শেঠির হাসপাতাল), ১২৪ মুকুন্দপুর, কল-৭৮।
ফোন : ২৪৩৬৪০০০
ভিজিট করুন : www.rtiics.org

বেলেভিউ কিনিক, ৯ লাউডন স্ট্রিট, কল-১৭। ফোন : ২২৮৭২৩২১/৭৪৭৩
ভিজিট করুন : [email protected]

কোঠারি মেডিক্যাল, ৮/৩ আলিপুর রোড, কল-২৭।
ফোন : ২৪৫৬৭০৫০-৫৯

উডল্যান্ড হসপিটাল, ৮/৫ আলিপুর রোড, কল-২৭। ফোন : ২৪৫৬৭০৭৫
ই-মেইল : [email protected]

অ্যাপেলো, ৫৮ ক্যানেল সার্কুলার রোড, কল-৫৪। ফোন : ২৩২০৩০৪০/২১২২
ই-মেইল : [email protected]
                                                   

বাংলাদেশ স্থানীয় সময় ০০১০, জুলাই ১৩, ২০১০                                                                            
 


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।