কামিজের কাটিং আর ছাটে প্রাধান্য দিয়ে এবার এর ঘের, স্লিভ, নেকলাইনে বৈচিত্র্য আনা হয়েছে। এমব্রয়ডারি আর প্রিন্ট মাধ্যমে ফেব্রিক ব্যবহার হয়েছে কটন, লিনেন কটন, এন্ডি কটন, এন্ডি সিল্ক, সিল্ক।
আর এ পোশাকগুলোর দাম ২ হাজার ২০০ টাকা থেকে ১০ হাজার টাকা। এছাড়াও শাড়িতে পাড় ও আচলে এমম্ব্রয়ডারি ও প্রিন্ট এর কাজ করা হয়েছে। পাশাপাশি শাড়ির বুনন ও ডিজাইনে থাকছে নতুনত্ব । সিলভার ও বিভিন্ন ধরনের মেটালে তৈরি চুড়ি, বালা, কানের দুল, মালা, পায়েল, আংটি ও নেকলেস সেটও আছে এবারের ঈদ আয়োজনে।