বিয়ে মানেই শতশত লোকের মিলনমেলা জাঁকজমকপূর্ণ আয়োজন আর জমকালো অনুষ্ঠান৷ খাওয়া-দাওয়া হৈচৈ আর আনন্দ৷ একটা সময় ছিল যখন নিজ বাড়ির আঙিনা, পাশের খোলার মাঠে কিংবা সামনের প্রশস্ত পথ আটকে বিয়ের অনুষ্ঠান করা যেত৷
যান্ত্রিক জীবনের ব্যস্ততা আর দ্রুততম নগরায়নের কারণে স্থান সংকট দেখা দিয়েছে বদলেছে সময়৷ তাই মানুষ এখন বিয়ে অনুষ্ঠানের ভেন্যু হিসেবে বেছে নিচ্ছে কমিউনিটি সেন্টার, ক্লাব, হোটেল ও হলরুমগুলোকে। কমিউনিটি সেন্টার বা হোটেলগুলোতে খরচ একটু বেশি হলেও সবকিছু পাওয়া যায়, কাছাকাছি এবং মানসম্মত৷ এছাড়া আজকাল বিভিন্ন ক্লাব, চাইনিজ রেস্টুরেন্টেও বিয়ের আয়োজন করা হয়।
নিয়ম-কানুন
কমিউনিটি সেন্টার হোটেল, ক্লাব সব ভেন্যুরই রয়েছে নিজস্ব কিছু নিয়ম-কানুন৷ তবে ভাড়ার ক্ষেত্রে সাধারণ নিয়মগুলো প্রায় একই৷ সব সেন্টারগুলোরই থাকে নিজস্ব রেফার, খানসামা, লাইটিং ব্যবস্থা, পানি ব্যবস্থা, বাজার সদাই করে রান্নার আয়োজন ব্যবস্থা৷ এছাড়া ডেকোরেশনের কাজও করে থাকে কর্তৃপক্ষ৷ হল ভাড়া ছাড়া বাকি কাজ করতে পারেন আপনি নিজেই৷ অথবা সবকিছুর দায়িত্ব ছেড়ে দিতে পারন সেন্টারের ওপর৷ তবে ভিন্নতা রয়েছে নামিদামি হোটেল এবং ক্লাবের ব্যাপারে৷ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরাটন হোটেল, সেনাকুঞ্জ, লেডিস ক্লাবের মতো ভেন্যুতে শুধু হল ভাড়া ধরা হয় বাকি দায়িত্ব আয়োজকদের৷ খাবারের জন্য মেনু হিসেবে মূল্য নির্ধারণ করা৷ তাই খরচ নির্ধারিত হয় লোক সংখ্যার ওপর৷ এছাড়া ১৫ শতাংশ ভ্যাট তো রয়েছেই৷
খরচাপাতির কথা
সাধারণ মানের কমিউনিটি সেন্টারগুলোতে মান ও লোকসংখ্যা ধারণ ক্ষমতার ওপর হল ভাড়া নির্ধারণ করা হয়৷ এক্ষেত্রে ছোট আয়তনের হলে ধারণ ক্ষমতা অর্থাত্ একসঙ্গে লোক বসতে পারে ২০০ থেকে ৩০০৷ ভাড়া ১৩ হাজার থেকে ১৮ হাজার টাকা৷ খাবার বাদে অন্যান্য খরচ মিলিয়ে ২৮ থেকে ৩৮ হাজার টাকা৷ মাঝারি আয়তনের ধারণ ক্ষমতা ৩০০ থেকে ৩৫০ জন৷ ভাড়া ১৯ থেকে ২৬ হাজার৷ সেইসঙ্গে আনুষঙ্গিক খরচ৷ বড় আয়তনের হলে ধারণ ক্ষমতা ৫০০ থেকে ৮০০ জন৷ ভাড়া ১৮ থেকে ২২ হাজার টাকার মধ্যে৷
এছাড়াও আরও অভিজাত হোটেল বা ক্লাবের খোঁজখবর নিচে দেয়া হল৷
*সেনাকুঞ্জ ট্রাস্ট মিলনায়তন, ঢাকা সেনানীবাস, ফোন : ৮৭৫০০১১
সামরিক ও বেসামরিক লোকদের জন্য ভাড়া ভিন্ন৷ ধারণক্ষমতা ৬৫০ জন৷ লাইটিং ও ব্যাটারি আলাদা চার্জ
*হোটেল সোনারগাঁ, কারওয়ান বাজার, ঢাকা, ফোন : ৮১১১০০৫
ধারণক্ষমতা ৭০০ জন, ভাড়া ২ লাখ৷ খাবার নিম্নে ১ হাজার ৫০০
*ঢাকা অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড, ঢাকা, ফোন : ৯৩৪৬৬৭৭
হল রুমের ধারণক্ষমতা ৬০০৷ ভাড়া দেয়া হয় খোলা প্রাঙ্গণটিও৷ প্যান্ডেল নিজ খরচ৷
*রেডিসন হোটেল, এয়ারপোর্ট রোড, ক্যান্টনমেন্ট, ফোন : ৮৭৫৪৫৫৫।
ধারণক্ষমতা ৫০০
*বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, শেরেবাংলা নগর, ফোন: ৯১০০০১৪-১৫
হল সংখ্যা তিনটি, ধারণক্ষমতা ৫০০
*লেডিস ক্লাব, ৩৬ ইস্কাটন গার্ডেন রোড, ঢাকা, ফোন : ৯৩৪০৬১৭
ধারণক্ষমতা ৪০০, হল ভাড়া ৪৬ হাজার টাকা৷
*হোয়াইট হল, হলের ভাড়া ৫০,০০০ টাকা, ফোন-৮১৫৫১৩
*সূচনা কমিউনিটি সেন্টার, ফ্লোর ভাড়া ৩১,৪৫০ টাকা, ফোন-৯১১৮০৫২
*সোহাগ কমিউনিটি সেন্টার, ৯১ নিউ ইস্কাটন রোড, ঢাকা, ফ্লোর ভাড়া ৪০ হাজার টাকা
ফোন-৯৩৩৮০৬৮।
*স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, ১৯/৭ গুলশান-১, ফোন : ৮৮৫২৩৩৮
*পার্টি সেন্টার, ১/১৩ ধানমণ্ডি, ফোন : ৯১১৫০৬৯।
*প্রিয়াংকা কমিউনিটি সেন্টার, বাড়ি ৫০/১, রোড ৩/এ ধানমণ্ডি
ফোন : ৯৩৪৮৮১১, ৮৩১৬৬৩৩
*চৌধুরী কমিউনিটি সেন্টার, বাড়ি ৭/১৩, রোড ৫/এ ধানমণ্ডি
*সুগন্ধা কমিউনিটি সেন্টার, বাড়ি ৭/১৩, রোড ৫/এ
*হোয়াইট প্যালেস, বাড়ি ১৩, রোড ১০ ধানমণ্ডি
*উল্লাস কমিউনিটি সেন্টার, বাড়ি ২২, রোড ১০/এ ধানমণ্ডি
*আনন্দ উল্লাস কমিউনিটি সেন্টার, বাড়ি ৭, রোড ১৩ ধানমণ্ডি
*অবকাশ কনভেনশন সেন্টার, ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, ঢাকা
*অঙ্গন কমিউনিটি সেন্টার, ৮/৯ আওরঙ্গজেব রোড, মোহাম্মদপুর, ঢাকা
*মালঞ্চ কমিউনিটি সেন্টার, ৪৩/৩ উত্তর যাত্রাবাড়ী, ঢাকা
এছাড়া সিটি কর্পোরেশনের অধীনে রয়েছে আরও বেশকিছু কমিউনিটি সেন্টার, সামনে পরিবারের কারও বিয়ে থাকলে কাছাকাছি কমিউনিটি সেন্টারে যোগাযোগ করুন। প্রতিটি জায়গায়ই অনুষ্ঠানের অন্তত একমাস আগে বুকিং দিন।