রংপুর কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের অর্নাস চতুর্থ বর্ষের(ফলাফল প্রত্যাশী) ছাত্র দিলীপ চন্দ্র রায়ের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
সম্প্রতি তিনি ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে চেকআপ করাতে এসে জানতে পারেন তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে।
উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতের চেন্নাইয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে এ মাসের মধ্যে কিডনি প্রতিস্থাপনের পরার্মশ দিয়েছেন।
বর্তমানে তিনি সেখানকার একটি ক্লিনিকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন
ডাক্তার আরও জানিয়েছেন, দ্রুত কিডনি প্রতিস্থাপন না করা হলে তাকে বাচাঁনো সম্ভব হবেনা। আর এ জন্য প্রয়োজন প্রায় ১৫ লাখ টাকার ।
অন্যদিকে দিলীপের মা বাসু রানী ছেলের চিকিৎসার খরচ যোগাতে গিয়ে এরইমধ্যে বাড়ির সব জমি-জায়গা বিক্রি করে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। টাকার অভাবে ছেলেকে বাঁচাতে পারবেননা এই চিন্তায় তিনি বর্তমানে শয্যাশায়ী।
ছেলেকে বাঁচাতে তিনি সমাজের হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন।
দিলীপের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ফাঁড়াবাড়ি গ্রামে।
দিলীপকে সাহায্য পাঠানোর ঠিকানা: বাসু রানী (দিলীপের মা) সঞ্চয়ী হিসাব নং-২০২৯/১৫ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ফাঁড়াবাড়ি শাখা, ঠাকুরগাঁও সদর। মোবাইল: ০১৭১৭-৮৮৭৬০৩
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২
সম্পাদনা: মো. মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর