১৯৫২ - ২০১২, মহান ভাষা আন্দেলনের ৬০ বছর। সামনে রেখে অঞ্জন’স আউটলেট বনানীতে ১৯ দিন ব্যাপি পোশাকে বর্ণমালা শির্ষক প্রদর্শণী উদ্বোধন করা হয়েছে।
সালাম, বরকত, রফিকদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে কেন্দ্র করে অঞ্জন’স আয়োজন করেছে এই “পোশাকে বর্ণমালা” শীর্ষক পোশাক প্রদর্শনী ।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন কবি ফজল শাহাবুদ্দীন ও সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক ও লেখক মঈনুল আহসান সাবের।
এবারের কালেকশনে তুলে ধরা হয়েছে আমাদের বর্ণমালা ও ২১ শের চেতনা। সাদা,কালো, লাল, এ্যাশ রঙে ব্যবহার করা হয়েছে পোশাকগুলো। শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট ও শিশু-কিশোরদের জন্য সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট পাওয়া যাবে এ আয়োজনে। ০৩-২১ ফেব্রুয়ারী অঞ্জন’স-এর সকল শাখায় সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রর্দশনী চলবে।