চট্টগ্রামের শিল্পকলা একাডেমিতে সোমবার পারফর্মিং আর্ট অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ট্রিনিটির উদ্যোগে মডেল ক্যাটওয়ার্ক ও কোরিওগ্রাফি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রশিক্ষক ছিলেন ঢাকার ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার শাহারুখ আমীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রিনিটির মডেল কোরিওগ্রাফার ও নৃত্য পরিচালক অনন্য বড়–য়া। একদিনের এই কর্মশালায় নগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৫০ জন তরুণ-তরুণী অংশ নেন। কর্মশালায় অংশগ্রহনকারীদের মডেলিং-এর ওপর তত্ত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক শাহরুখ আমীন বলেন, ঢাকায় বর্তমানে নামকরা দশজন র্যাম্প মডেলের মধ্যে আটজনই চট্টগ্রামের। শখের বশে না এসে যদি পেশা হিসেবে নেওয়ার মানসিকতায় এলে মডেলিংয়ে সাফল্য নিশ্চিত। চট্টগ্রামের তরুণ-তরুণীদের মধ্যে এ পেশায় সফল হওয়ার সব যোগ্যতাই রয়েছে। শুধু দরকার লক্ষ্য স্থির করে এগিয়ে যাওয়া।