ভালবাসার বেলুন, কার্ড, উপহার অনেক কিছুরই বাণিজ্য এখন জমজমাট। ভ্যালেন্টাইনস ডে’র কল্যাণে ভালবাসা এখন আন্তর্জাতিক বাণিজ্যে রূপ পেয়েছে।
তবে সবচে মজার ব্যাপার হলো- এখানে কর্মরত ৫শ’ স্টাফের মধ্যে ১২২ জনই প্রেমের বন্ধনে আবদ্ধ অথবা নিজেদের মধ্যে বিবাহিত।
এছাড়া ব্রিটেনের ডারবিশায়ারের এই ‘লাভ হার্টস’ প্রস্তুতকারী ফ্যাক্টরিতে যেনো রোমাঞ্চ বিকশিত হয়েছে পূর্ণ রূপে। ব্রিটেনের সবচেয়ে রোমান্টিক কর্মক্ষেত্র বলে বিবেচনা করা হয় এই প্রতিষ্ঠানে ।
সুইজেল মাটলু নামের এই কোম্পানিকে একটি পারিবারিক প্রতিষ্ঠান বলা চলে নিঃসন্দেহে। কোম্পানির স্টাফদের মধ্যে রোমান্টিক সম্পর্ক এবং পণ্যে ভালবাসার কথা লেখার কারণে দারুণ ব্যবসাও জমিয়েছে তারা।
সম্প্রতি গত হওয়া ভ্যালেন্টাইস ডে বা ভালবাসা দিবসের আগে তারা তাদের বেচা বিক্রির একটি উপাত্ত দিয়েছিল। উপাত্তটি অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে।
ওই সময় তারা ২০ কোটি ‘লাভ হার্টস’ ক্যান্ডি বিক্রি করেছে। এগুলোর প্রত্যেকটির গায়ে, ‘আই লাভ ইউ’ বা ‘অল মাইন’ ধরনের কথা লেখা রয়েছে।
কোম্পানির পরিচালক জেরেমি ডি এ ব্যাপারে বলেন, ‘আমি মনে করি এটা খুব আনন্দের ব্যাপার যে, বহু মানুষ এখানে এসে সঙ্গী খুঁজে পেয়েছে। এটা পরস্পরের খুব কাছাকাছি আসার জন্য একটা সুন্দর জায়গা। ’
তবে এটাই একমাত্র প্রতিষ্ঠান নয় যেখানে মানুষ তার সঙ্গীকে খুঁজে নেয়। মাইক্রোসফট নিয়ে কাজ করার সময়ই কিন্তু ম্যালিন্ডার সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ হয়েছিল।
এরকম আরেকটি প্রতিষ্ঠান হলো- সাউথ-ওয়স্টে এয়ারলাইন্স। এই বিমান পরিবহন কোম্পানির ৩৭ হাজার কর্মীর মধ্যে ২ হাজার ৪১৬ জনই পরস্পরে বিয়ে বন্ধনে আবদ্ধ। এখানে বেশিরভাগ জুটিরই প্রতিষ্ঠানে কাজ করতে এসে প্রথম পরিচয় হয়েছে।
তবে এরকম ঘটকালির দায়িত্ব পালন করতে পেরে কোম্পানিটিও কিছুটা গর্ব বোধ করে। এমনকি শেয়ার বাজারে তারা প্রতীক হিসেবে ‘এল ইউ ভি’ অক্ষরগুচ্ছ ব্যবহার করে।