এনআইডি(ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন) শুরু করেছে ক্রিয়েটিভ বিষয়ে চার বছর মেয়াদী বিএসসি অনার্স কোর্স।
ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি), অ্যাপারেল ম্যানুফেকচারিং এন্ড টেকনোলজি (এমটি) ও নিটওয়্যার ম্যানুফেকচারিং এন্ড টেকনোলজি (কেএমটি) এই তিনটি বিষয়ে উ”চ শিক্ষার ওপর ডিগ্রি দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এস এস সি ও এইচ এস সি ফলাফলের ওপর ভিত্তি করে টিউশন ফি নির্ধারন করা হয়। তাছাড়া যাদের দুটিতেই গোল্ডেন জিপিএ ফাইভ রয়েছে তাদের পুরো কোনো টিউশন ফ্রি। বিস্তারিত তথ্যের জন্য: এনআইডি ক্যাম্পাস-১, ৩৮/১, রোড-২ (ধানমণ্ডি রাইফেলস্ স্কয়ারের সামনে), ঢাকা। ফোন: ০২-৯৬১১৭৬৫।