দেশের পণ্য দেশের গর্ব স্বাধীনতার মাসে অঙ্গীকার। এই স্লোগানের যথার্থ রূপায়নের প্রতিফলন রাখার প্রচেষ্টা করেছে ফ্যাশন হাউজ নগরদোলা এবারের স্বাধীনতার পোশাক সম্ভারে।
লাল-সবুজের নন্দনিকতায় নগরদোলার স্বাধীনতার পোশাক সম্ভারে রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ছেলে-মেয়েদের ফতুয়া এবং বাচ্চাদের সব ধরণের পোশাক। পুরো পরিবার যেন এক পোশাক পরতে পারে এজন্য, বাবা মায়ের পোশাকের সাথে মিল রেখে করা হয়েছে বাচ্চদের পোশাক।
পোশাকে বৈচিত্র আনতে হাতের কাজ, এম্ব্রয়ডারী, স্ক্রীন প্রিন্ট, ব্লক, কারচুপি ও অন্যান্য কাজ করা হয়েছে। রঙ নির্বাচনের ক্ষেত্রে বিজয়ের প্রচলিত লাল সবুজের পাশাপাশি অন্যান্য রঙগুলো এসেছে পোশাক ও স্বাধীনতার মর্যাদার সাথে সমন্বয় রেখে। পোশাকের দাম নির্ধারণ করা হয়েছে ক্রেতা সাধারনের ক্রয় ক্ষমতা ও সাধ্যের মধ্যে।