আপনি নিজে একবার এয়ার ফ্রেশনার তৈরি করা শিখে গেলে আর কখনোই বাজারেরটি কিনবেন না। অনেকে বলে থাকেন যে, ভিনেগার এবং বেকিং সোডা দিয়ে বাড়িতে তৈরি ফ্রেশনার দুগন্ধ দূর করে, সঙ্গে সঙ্গে চমৎকার একটি সুগন্ধও ছড়ায়।
উপাদান
১ চা চামচ বেকিং সোডা
১ টেবিল চামচ লেবুর রস
২ কাপ (৫০০মিলি) পানি
নির্দেশনা
১. উপাদানসমূহ একটি পাত্রে নিয়ে চামচ দ্বারা নাড়তে থাকুন যতক্ষণ না তাতে শব্দ হয়।
২. ভালোভাবে মেশানো হলে মিকচারটুকু একটা স্প্রে বোতলে ভরে ফেলুন। তৈরি হয়ে গেলো এয়ার ফ্রেশনার। ঘরকে সুগন্ধময় রাখতে হান্ডমেড ফ্রেশনার দিনে দুই থেকে তিন বার স্প্রে করুন।