ঈদকে সামনে রেখে রোদ্দুর এখন আরও বড় পরিসরে। সচেতন ফ্যাশন ফলোয়ার্সের জন্য রোদ্দুরের ঈদ কালেকশনে রয়েছে বিচিত্র অপশন।
সুতি, তাঁত তো রয়েছেই, সঙ্গে সিল্ক, হাফ সিল্ক, জয় সিল্ক, জুট কটন, গাদোয়াল, জামদানি ও কাতান থাকছে। কিছু শাড়িতে রয়েছে দুটি কাপড়ের সংমিশ্রণ। যেমন অ্যান্ডি ও সিল্ক কিংবা মসলিন ও অ্যান্ডি। পুরো শাড়ি দুটি বা তিনটি অংশে বিভক্ত।
কুঁচি অংশ হয়তো সিল্ক আবার আঁচল অ্যান্ডি। কোনোটির বডিতে আবার মসলিন। শাড়িতে এই সংমিশ্রণ এবারের ঈদের প্রধান আকর্ষন।
এসব শাড়িতে হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, অ্যাপলিক, ব্লক, স্ক্রিনপ্রিন্ট করা হয়েছে। কিছু শাড়িতে এমব্রয়ডারির সঙ্গে পুঁতি, স্টোন, আঁচলে ঝালর ও টার্সেল দিয়ে গর্জিয়াস লুক আনা হয়েছে। সিল্ক ও মসলিন শাড়িতে নানা উজ্জ্বল রঙ ব্যবহার করে কাটওয়ার্কের কাজ করা হয়েছে হয়েছে। অ্যান্ডি ও তসরের সঙ্গে কুরুশের আচল এবারের ঈদে রোদ্দুরের স্টাইল স্টেটমেন্ট।
ফতুয়া ও টপস বড় আর খানিকটা ঢোলা হয়ে কুর্তির মতো হয়েছে।
টপসের কাটিংয়েও এসেছে পরিবর্তন। গলা, পাইপিং ও নেটিংথসব কিছুতেই রয়েছে বৈচিত্র্য আর যত্নের ছাপ। রঙ আর ফেব্রিকসও সময় ও উৎসব উপযোগী।