ঈদের জন্য অপেক্ষা প্রায় শেষ হতে চলেছে। এবার বেশ লম্বা ছুটি।
আমাদের কাপড়, জুতা, কসমেটিকসসহ আরও অন্যান্য প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নিতে চাই একটি ভালো মানের ট্রাভেল ব্যাগ। যা লক্ষ রাখতে হবে:
- পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ব্যাগের আকার নির্বাচন করুন
- কোথায় কয়দিনের জন্য যাচ্ছেন সে অনুযায়ী কাপড় নিন। অহেতুক অপ্রয়োজনীয় পেশাক নিয়ে ব্যাগ বড় করবেন না
- জিনিসপত্র যতই হোক না কেন একটা বড় ব্যাগের ভেতরই সব রাখার চেষ্টা করুন
- ছোট ছোট অনেক ব্যাগ করবেন না, অনেকগুলো ব্যাগ থাকলে কোনোটা হারিয়ে যেতে পারে
- ট্রাভেল ব্যাগ কিনতে যেতে পারেন নিউমার্কেট, এখানে ট্রাভেল ব্যাগের অনেক বড় বাজার
- ট্রলি ছাড়া ট্রাভেল ব্যাগগুলো আপনি পাবেন ৭০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে
- আর ট্রলিসহ ট্রাভেল ব্যাগগুলো পাবেন সবচেয়ে ছোট সাইজটি ১০০০ এবং ব্যাগের মান ও আকৃতির ওপর ভিত্তি করে দরদাম ওঠানামা করে ১৪০০ থেকে ৬৫০০ টাকা পর্যন্ত
- পোলো, পাইলট, লিভাইস, মারিনাল ওরনেট, প্রেসিডেন্ট, লোটাস, হাইসান, ডেনিয়েল, নারদেভো, ফাইলসসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ রয়েছে
- ব্যাগ কেনার আগে চেইন, লকার, ট্রলিটি ঠিক আছে কিনা দেখে নিন
- ব্যাগ পরিবহনের ক্ষেত্রে বেশি ভারি ব্যাগ হলে ট্রলির সাহায্যে পরিবহন করুন
- আগেই দেখে নিন চেইন বা লকার, ট্রলি ব্যাগের ট্রেলি ঠিক আছে কিনা, নতুবা ব্যাগ নিয়ে রাস্তায় বিপাকে পড়ে যেতে পারেন
- দীর্ঘদিন ট্রাভেল ব্যাগ ফেলে রাখলে চেইনগুলোতে জং ধরে তা ব্যবহারের অনুপযোগী হয়ে যেতে পারে।
- এরও যত্নের প্রয়োজন। ট্রাভেল ব্যাগটি মাঝে মাঝে বের করে পরিষ্কার করুন এবং চেইনে তেল দিয়ে রাখুন।
পাবলিক পরিবহনে ভ্রমণ করতে হলে অবশ্যই ব্যাগে তালা লাগিয়ে নেবেন। সবার জন্য শুভ কামনা রইলো নিরাপদে বাড়ি ফেরার।